Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
করিমগঞ্জের জাফরাবাদে পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪
বিস্তারিত

 

‍‍‌‌‌‌          “স্যানিটেশনে অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি“ ।স্লোগানকে সামনে রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জাফরাবাদ ইউনিয়ন পরিষদের আযোজনে ও দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগীতায় গত ২৭ অক্টোবর-২০১৪ খ্রিঃ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪ ।  মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।উক্ত প্রতিযোগীতা ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪ উদযাপন অনুষ্ঠানের উদ্ভোধন করেন জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, আসাদুজ্জামান সোনা মিয়া এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশরাফুল আলম ও ইউপি সদস্য মিলন আক্তার । ইউপি চেয়ারম্যান জনাব, আসাদুজ্জামান সোনা মিয়া  তার বক্তব্যে সকলকে  স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও  ব্যক্তিগত স্বাস্থ্যভ্যাস গড়ে তোলার প্রতি আহবান জানান । প্রতিযোগীতার মধ্যে উল্লেখযোগ্য ছিল হাত ধোয়ার কৌশল প্রতিযোগীতা, স্যানিটেশনে সচেতনতা সৃষ্টিতে উপস্থিত বক্তৃতা, স্লোগান প্রতিযোগীতা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন প্রতিযোগীতা । তাছাড়াও  প্রত্যকের হাত ধোয়া, ব্যক্তিগত স্বাস্থ্যভ্যাস গড়ে তোলার অঙ্গীকার, অন্যদের মাঝে সচেতনতা সৃষ্টির শপথ পাঠ, স্যানিটেশন বিষয়ক গান পরিবেশন ও ইউনিয়নের স্যানিটেশনের বর্তমান অবস্থা নিয়ে আমাদের করনীয় বিষয়ে উন্মুক্ত আলাচনা করা হয় । প্রতিটি প্রতিযোগীতায় ৩ জন করে ৪(চার) টি বিষয়ে মোট বার জন কে পুরষ্কার প্রদান করা হয় ।

কোমলমতি ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তব্য ও উন্মুক্ত আলোচনার মূল কথা ছিল :-

১) শিশুর জন্মের পর তার বেড়ে উঠার সাথে সাথে ব্যক্তিগত স্বাস্থ্যভ্যাসের বিষয়টি পরিবার থেকেই নিশ্চিত করতে হবে ।

২)  ব্যক্তিগত স্বাস্থ্যভ্যাস গড়ে তোলায় সরকার বা এনজিও না নিজেকেই দায়িত্ব নিতে হবে এবং সচেতন হতে হবে ।

৩) স্যানিটেশন বিষয়ে অন্যজনকে সচেতন করাকে নিজের কাজ মনে করতে হবে ।

৪) নিজে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার করলেই হবে না অন্যদেরকেও সচেতন করতে হবে ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সচিব আমির হামজা, ইয়ূথ লিডার আব্দুল্লাহ আল মামুন, দ্বীন মোহাম্মদ, বোরহান উদ্দিন রাব্বানী । কোমলমতি ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তব্য ও উন্মুক্ত আলোচনার পর  শুরু হয় স্যানিটেশন বিষয়ক গান । ইউপি সদস্য জনাব আশরাফুল আলমের স্যানিটেশন বিষয়ক সচেতনতামূলক গান ও ৪র্থ শ্রেণীর ছাত্রী স্নেহা আক্তার মীমের পরিচালনায় স্যানিটেশন বিষয়ে অন্যদের মাঝে সচেতনতা সৃষ্টির শপথ পাঠের মধ্যে দিয়ে শেষ হয় সকল ইভেন্ট ।ইভেন্ট শেষে ইউপি সদস্য জনাব আঃ ছালাম উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারী ৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে শুভেচ্ছা পুরষ্কার হিসেবে ১ টি করে সাবান তুলে দেন । পুরষ্কার বিতরন শেষে ইউপি সদস্য জনাব আঃ ছালাম সাহেবের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তী হয় ।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন আব্দুল্লাহ আল মামুন ও জহিরুল ইসলাম এবং কার্যক্রম পরিচালনা করেন বোরহান উদ্দিন রাব্বানী ও দ্বীন মোহাম্মদ ।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগীতা করেন উজ্জীবক আমিনুল ইসলাম হান্নান, ইউপি সদস্য আশরাফুল আলম, ইয়ূথ লিডার জহিরুল ইসলাম সহ স্থানীয় ইয়ূথ লিডার, উজ্জীবকবৃন্দ , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জাফরাবাদ ইউনিয়ন পরিষদ ।

 

প্রতিবেদন

আব্দুল্লাহ আল মামুন

ছবি
ছবি
ডাউনলোড