ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস ঃ
নরসুন্ধা নদী বিধৌত আর জারি-সারি ভাটিয়ালি বাউল গান ও লোক সাহিত্যের অপরূপ লীলাভূমি সমৃদ্ধ একটি সুপ্রাচীন মনোরম নাম করিমগঞ্জের একটি ইউনিয়ন জাফরাবাদ । প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি করিমগঞ্জের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য পুরাকীর্তির ঐতিহাসিক নির্দশণ এবং বাঙ্গালী জাতির হাজার বছরের লোকায়ত ঐতিহ্য। বর্তমানে জাফরাবাদ ইউনিয়নে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ পলিটেকনিকেল ইন্সটিটিউট, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল ও জঙ্গলবাড়ী মহিলা কলেজ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, শত বছরের পুরনো মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় । এখানে বিভিন্ন জাতী ও ধর্মের জনগোষ্ঠির অবস্থান লক্ষ্য করা যায়। তৎকালীন প্রশাসনিক কাজ কর্ম পরিচালনার জন্য এ অঞ্চলটি নোয়াবাদ ইউনিয়নের অর্ন্তভূক্ত ছিল। জাফরাবাদ ও বর্তমান নোয়াবাদ ইউনিয়ন নিয়ে ছিল জাফরাবাদ ইউনিয়ন ১৯৬০ সালে থেকে বিভক্ত হয়ে ১০নং জাফরাবাদ ও ১১ নং নোয়াবাদ নামে দুটি ইউনিয়ন গঠিত হয় । এছাড়া জাফরাবাদ ইউনিয়নের আর কোন সঠিক ইতিহাস পাওয়া যায়নি । তবে লোকজনের ধারনা ঈশাখাঁ’র বংশধর দেওয়ান জাফর আলী ইমদাদ খা’র নামে নামকরন করা হয় জাফরাবাদ ।