Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জাফরাবাদ ইউনিয়নে জাতীয় কন্যাশিশু দিবস পালন
Details

 

 

গত ৩০সেপ্টেবর ২০১৪ ইং রোজ মঙ্গলবার বেলা ০২ ঘটিকায়করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০১৪ । জাতীয় কন্যাশিশু দিবস-২০১৪  উদযাপন উপলক্ষে জাফরাবাদ ইউনিয়নের উজ্জীবক, নারী নেত্রী ও ইয়ূথ লিডারদের সার্বিক সহযোগীতায় জঙ্গলবাড়ি মহিলা কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব. মূ. শামসুল আলম, প্রভাষক হোসনে আরা বেগম,  হিসাব রক্ষক শফিকুল ইসলাম, জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হামজা , ইয়ূথ লিডার আব্দুল্লাহ আল মামুন, দ্বীন মোহাম্মদ , জহিরুল ইসলাম, মাসুমা আক্তার, নারীনেত্রী রিপা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন সহ আরো অনেকে । জঙ্গলবাড়ি মহিলা কলেজের ৮৫ জন ছাত্রী , ইয়ূথ লিডার, নারী নেত্রী সহ প্রায় ৯৭ জনের অংশগ্রহনে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব. মূ. শামসুল আলম । তিনি তার উদ্বোধনী বক্তব্যে কন্যা শিশুর শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার আহবান করেন সেই সাথে কন্যা শিশুর কাঙ্খিত বিকাশ ও তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে কন্যা শিশুর বিয়ে বন্ধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করেন । সমাজের সকল স্তরে ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কন্যাশিশুর নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখার বিষয়ে সকলের প্রতি আহবান জানান প্রভাষক হোসনে আরা বেগম । ইয়ূথ লিডার মাসুমা আক্তার বলেন কন্যাশিশুর অগ্রগতি বা বেড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক বৈষম্যহীন বন্ধুত্বপূর্ন ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করতে হবে । উক্ত আলোচনা সভাটি পরিচালনা করেন ইউনিয়ন সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন।

উক্ত আলোচনা সভাটি আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন ইয়ূথ লিডার জহিরুল ইসলাম, নারী নেত্রী রিপা আক্তার সহ ইয়ূথ এন্ডিং হ্ঙ্গার জঙ্গলবাড়ি মহিলা কলেজ ইউনিট, স্থানীয় উজ্জীবক, নারীনেত্রী ও ইয়ূথ লিডারবৃন্দ ।

প্রতিবেদন

আব্দুল্লাহ আল মামুন

Images
Attachments