আলোচ্য সূচীঃ জাফরাবাদ ইউনিয়নের ০২নং ওয়ার্ডে খুচরা সার বিক্রেতা নির্বাচন প্রসঙ্গে আলোচনা।
আলোচনাঃ
আলোচ্য সূচি অনুযায়ী সভাপতি সাহেব সভাকে জানান যে, উপজেলা কৃষি অফিস, করিমগঞ্জ এর স্মারক নং-৯০৩ তারিখ:০৪/১১/২০১৮খ্রি: পত্রের মূলে জানা যায় যে, জাফরাবাদ ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খুচরা সার বিক্রেতা নিয়োগ পাওয়ার জন্য মোঃ হাফিজুর রহমান, পিতা: আলা উদ্দিন, গ্রাম: বাদেশ্রীরামপুর, পো: জঙ্গলবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন: জাফরাবাদ এবং শেখ আহাম্মদ সাকরুল্লাহ, পিতা: শেখ আবু সাইদ আহম্মদ, গ্রাম: বাদেশ্রীরামপুর, পো: জঙ্গলবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন: জাফরাবাদ উপজেলা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ আবেদন করেছেন। যেহেতু ০২নং ওয়ার্ডে কোন বাজার নাই তাই মোঃ হাফিজুর রহমান ও শেখ আহাম্মদ সাকরুল্লাহ ০৩নং ওয়ার্ডের শিমুলতলা বাজারের ট্রেড লাইসেন্সের উপর আবেদন করছেনে। কিন্তু শিমুলতলা বাজারে বৈধ লাইসেন্সধারী হিসেবে অন্য একজন ব্যবসা করিতেছেন। তাই একই বাজারে দুইজনকে খুচরা সার বিক্রেতা হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ নাই। এমতাবস্থায়, সভায় বিস্তারিত আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেওয়ার জন্য সভাপতি সাহেব সকল সদস্যগণের প্রতি আহবান জানান । ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম জানান যে, শিমুলতলা বাজারে মোঃ হাফিজুর রহমানের কোন দোকান ঘর নাই তাই তিনি প্রস্তাব করেন যে, যেহেতু ০২নং ওয়ার্ডে কোন বাজার নাই সেহেতু ০২নং ওয়ার্ডের জন্য ে শখ আহাম্মদ সাকরুল্লাহ, পিতা: শেখ আবু সাইদ আহম্মদ, গ্রাম: বাদেশ্রীরামপুর, পো: জঙ্গলবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন: জাফরাবাদ উপজেলা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ কে খুচরা সার বিক্রেতা হিসেবে নিয়োগ প্রদান করা হোক। সিদ্ধান্তঃউপরোক্ত প্রস্তাবনার উপর সদস্যগণ এক গুরুত্বপূর্ন আলোচনায় অংশগ্রহণ করেন এবং আলোচনান্তে শখ আহাম্মদ সাকরুল্লাহ, পিতা: শেখ আবু সাইদ আহম্মদ, গ্রাম: বাদেশ্রীরামপুর, পো: জঙ্গলবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন: জাফরাবাদ উপজেলা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ কে ০২নং ওয়ার্ডের জন্য খুচরা সার বিক্রেতা নিয়োগ প্রদানের সিন্ধান্ত গ্রহণ করেন।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS